ছাতক প্রতিনিধি:
ছাতকে নাবী জাতের চারা উৎপাদনের লক্ষ্য এবং বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি মৌসুমে রোপা আমন (খরিফ-২) ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের আয়োজনে উপজেলার ১৩ ইউনিয়ন একটি পৌরসভায় ১শ ৪০ জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। এসময় তিনি বলেন, গত বছরের বন্যায় কৃষকদের যে ক্ষতি হয়েছিলো সে ক্ষতি পুষিয়ে নিতে নাবী জাতের এ ধান বীজ বিতরণ করা হচ্ছে। প্রতি কৃষক ৫ কেজি করে বীজ পাবেন।