ছাতক প্রতিনিধি : ছাতকের পল্লীতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননী গোলবাহার বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর (টিলাগাঁও) গ্রামের দিনমজুর কাওছার আহমদের স্ত্রী।
মঙ্গলবার সকালে নিহত ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের লোকজন জানায়, গত সোমবার সন্ধ্যার পর গোলবাহার বেগম তার নিজ ঘরের তীরের সাথে পড়নের শাড়ি গলায় পেছিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে। তবে ওই গৃহবধূ কি কারনে আতœহত্যা করেছেন, এবিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।