বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন


ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন আবুল কালাম আজাদ (২৬) নামের এক যুবকে পিটিয়ে হত্যা করেছে। সোমবার বেলা দুইটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় রংমিস্ত্রি নিহত আবুল কালাম গ্রামের মৃত ছমির আলীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরপুর উত্তর পাড়া গ্রামের সউদি আরব প্রবাসী রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম (১২) বাড়ির আঙ্গিনায় সোমবার দুপুরে বাইসাইকেল চালাচ্ছিল। এসময় ফাহিম পাশের বাড়ির আঙ্গিনায় বাইসাইকেল চালালে গেলে প্রতিবেশী মৃত জমসিদ আলীর ছেলে নুর আলী শিশুটিকে মারধর করে। এ ঘটনার বিষয়ে ফাহিমের চাচা মৃত ছমির আলীর ছেলে আবুল কালাম আজাদ প্রতিবাদ করে বাকবিকন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আবুল কালামকে ধরে নিয়ে যায় নূর আলীর পক্ষের লোকজন বেদড়ক মারপিট করে। পরে স্বজনরা আজাদকে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আবুল কালাম আজাদ মৃত্যুর খবর পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে মৃত জমসিদ আলীর ছেলে নূর আলী ও ধারণ এলাকা থেকে মৃত মদরিছ আলীর ছেলে শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য আবুল কালামের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পীরপুর গ্রামের মৃত জমসিদ আলীর ছেলে নুর আলী ও একই গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে শাহ আলমকে আটক করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin