সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ছাতক থানাধীন আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হন অটোরিকশা চালক চেরাগ আলী (৫৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)। রোববার রাতে ঘটনাটি ঘটেছে। নিহত দুজনের বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জের সৈদেরগাঁও ইউনিয়নের হায়াতপুর গ্রামে।
জানা যায়, পার্শ্ববর্তী মৈশাপুর গ্রামে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য নিজের সিএনজি অটো-রিকশা নিয়ে হায়াতপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় ওই সিএনজিতে ছিলেন তার স্ত্রী রাবেয়া বেগম ও কন্যা তানিয়া বেগম।
অটোরিকশায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র সুনামগঞ্জ থেকে সিলেটের দ্রুতগামী অজ্ঞাতনামা মাইক্রো তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক চেরাগ আলী ও স্ত্রী রাবেয়া।
তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রোববার রাত ১০টার দিকে স্ত্রী রাবেয়া মারা যান। এর পরদিন আজ সোমবার সকালে মারা যান তার সিএনজি চালক চেরাগ আলী।