বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন


ছাতকে প্রবাসীর দাফন সম্পন্ন করলো স্বেচ্ছাসেবকরা

ছাতকে প্রবাসীর দাফন সম্পন্ন করলো স্বেচ্ছাসেবকরা


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

ছাতকে সেচ্ছাসেবকদের সহায়তায় লন্ডন প্রবাসী শাহ মো.বশির মিয়া (৫৭) দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ওই লন্ডন প্রবাসীর নামাজে যানাজা শেষে ফকিরটিলার পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন করা হয়।

নিহত প্রবাসীর গোসল ও দাফন সম্পন্ন করতে সার্বিক সহায়তায় ছিলেন ছাতক পৌরসভা স্বেচ্ছাসেবক দলের মাওলানা মুফতি আল আমিন ও মাস্টার পাভেল আহমদ,ইসলামপুর ইউনিয়নের মোঃ দিলোয়ার ইসলাম, মোজাম্মেল হক রুমান , ফাহিম শাহরিয়ার রেজওয়ান ও পাভেল আহমেদ।

এছাড়াও নামাজে যানাজায় পৌরসভার প্যানেল মেয়র আখলাকুল আম্বিয়া সোহাগ, জামাল মিয়া, কামাল মিয়া, বাহারুল হকসহ মৃত প্রবাসীর আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

ছাতক পৌরসাভর প্যানেল মেয়র আখলাকুল আম্বিয়া সোহাগ জানান, লন্ডন প্রবাসী শাহ মো. বশির মিয়া ছাতক সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক ইউনিয়ন (সিবিএ) নেতা ছিলেন। গত জুন মাসে তিনি দেশে ফিরে ছোট বোনের বাসায় ঢাকায় চলে যান। গত ১৪জুন তিনি অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা আনোয়ার খান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা টেস্টে ওই প্রবাসীর পজেটিভ রিপোর্ট আসে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাহ মো. বশির মিয়া সোমবার (৬ জুলাই) রাত পৌণে ২টায় রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin