বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন


ছাতকে প্রবাসীর বাড়ী দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল

ছাতকে প্রবাসীর বাড়ী দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল


শেয়ার বোতাম এখানে

 

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে এক প্রবাসীর বসতবাড়ী ও বাগানবাড়ী দখল করে নিতে স্থানীয় একটি মহল নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে। প্রবাসীর পরিবারের কোন লোকজন বাড়ীতে না থাকার সুবাদে দু’বছর ধরে বাড়ীর কেয়ারটেকারকে তাড়িয়ে দিয়ে বাড়ী দখলের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এমহল। উপজেলার ভাতগাও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত হাজী ছয়ফুল্লার পুত্র নুর মিয়া দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। প্রবাসী পরিবারের কেউ বাড়ীতে না থাকায় বাড়ী ও সম্পদ দেখাশুনার জন্যে একই ইউনিয়নের ঝিগলী গ্রামের নাসির উদ্দিনের পুত্র সালাহ উদ্দিনকে তারা কেয়ারটেকার হিসেবে নিয়োজিত করেন। সালাহ উদ্দিনই প্রবাসী নুর মিয়ার বসতবাড়ী, বাগানবাড়ী জমিসহ সম্পদের দেখাশুনা করছেন। এদিকে একটি মহল কেয়ারটেকারকে উচ্ছেদ করতে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। ২০১৮সালের ১০জানুয়ারী রাতে প্রবাসীর বাড়ীর সীমানা পিলার কে বা কারা উপড়ে ফেলে দেয়। এবিষয়টি কেয়ারটেকার সালাহ উদ্দিন প্রবাসী নুর মিয়া ও গ্রাম পঞ্চায়েতকে অবহিত করেন। এদিকে গত বছরের ৫নভেম্বর প্রবাসী নুর মিয়ার বাগানবাড়ীর ছোট-বড় ৩’শ গাছ রাতের আধারে কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে দু’লক্ষ টাকার ক্ষতি সাধন হয় প্রবাসী নুর মিয়ার। এবিষয়টিও প্রবাসীকে অবহিত করে কেয়ারটেকার সালাহ উদ্দিন গত ১০ডিসেম্বর দু’টি ঘটনার প্রেক্ষিতে ছাতক থানায় একটি জিডি(নং-৪৬৯ করেন)। জিডির বিষয়টি সরজমিন তদন্ত করেছেন ছাতক থানার এএসআই বেলাল আহমদ। তিনি ঘটনার সত্যতা পেয়ে ১৫ডিসেম্বর থানায় তদন্ত রিপোর্ট পেশ করেন। এবিষয়ে দ্রুত প্রতিকার চেয়েছেন কেয়ারটেকার সালাহ উদ্দিন জানান, একটি প্রায় প্রতি রাতেই তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।##


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin