সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি : আশ্রয় কেন্দ্রে ছুটছে বানবাসী

ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি : আশ্রয় কেন্দ্রে ছুটছে বানবাসী


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

ছাতকে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৪দিনের টানা বর্ষণের ফলে ৩য় দফা বন্যায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় লাখো মানুষ এখন চরম দূর্ভোগে পড়েছেন। বন্যা কবলিত এলাকা গুলোতে অন্তত ৩০হাজার পরিবার পারিবন্দি অবস্থায় দূর্বিসহ জীবন-যাপন করছেন।

দু’দফা বন্যার পানিতে ক্ষতিগ্রস্থরা ঘুরে দাড়ানোর আগেই ৩য় দফা বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্মাঞ্চলের সাধারন মানুষ। এরই মধ্যে বন্যায় উপজেলার অধিকাংশ কাঁচা-পাকা রাস্তাঘাট, কয়েক শতাধিক ঘরবাড়ি বানের পানিতে ঢেউয়ের তোড়ে ভেঙ্গে গেছে। গ্রামীন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশীর ভাগ এলাকায় নৌকা ও কলা গাছের ভেলায় যাতায়াত করতে হচ্ছে বানবাসী মানুষের। ৩য় দফা বন্যায় পাকা সড়কের অস্থিত্ব বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত সুরমাসহ চেলা ও পিয়াইন নদী পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট ছাড়া সব সড়কই বন্যার পানিতে তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের সাথে সকল অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা।

ইতিমধ্যেই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। শহর ও আশাপাশের পানিবন্দি মানুষ সরকারী-বেসরকারী ত্রাণ বা সহয়তা পেলেও পানিবন্দি বিশাল গ্রামীণ জনগোষ্ঠি সরকারী সাহায্য-সহায়তার বাইরে থেকে যাচ্ছেন বলে জানা গেছে।

উপজেলার ইসলামপুর, নোয়ারাই,কালারুকা, চরমহল্লা উত্তর খুরমা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বন্যা কবলিত লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গ্রাম এলাকার মানুষ আগের বন্যার ভোগান্তি শেষে নিজেদের গুছানোর আগেই এবার আরেক দফা বন্যায় চরম দুঃচিন্তায় পড়েছেন। বন্যা কবলিত এলাকা গুলোতে সরকারী ত্রাণ যাতে পানিবন্দি মানুষের কল্যাণে বিতরণ করা হয়, সে দিকে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের বাড়তি নজর দেয়া অনুরোধ জানিয়েছেন।

গত ২৮ জুন থেকে দফায়-দফায় বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন হাজারো কৃষক পরিবার। শাক-সবজীর বাগান ও আমন বীজতলা ধবংস হয়ে গেছে। হাওড় এলাকায় নতুন করে বীজ সংগ্রহ ও বীজতলা প্রস্তুতের জন্য কৃষকদের সকল পরিকল্পনাও ভেস্তে গেছে ৩য় দফা বন্যায়। যার ফলে আমন ফসল চাষাবাদ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

বন্যায় ছাতক-গোন্দিগঞ্জ-সিলেট, ছাতক-সুনামগঞ্জ, ছাতক-জাউয়াবাজার, ছাতক-দোয়ারাবাজার সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে আবারো তলিয়ে গেছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার প্রায় ১৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেলা নদীর পানি বিপৎসীমার প্রায় ১৬৫ সেন্টিমিটার এবং পিয়াইন নদীর পানি বিপৎসীমার প্রায় ১৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.গোলাম কবির জানান, বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কন্ট্রল রুম থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে। পৌরসভা এলাকায় ৫টি ও উপজেলার বিভিন্ন এলাকায় আরও ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে লোকজনের জন্য শুকনো খাবার দেওয়ার প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বন্যা কবলিত অনেক এলাকা পরিদর্শন শেষে সরকারী ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রতি ওয়ার্ড ৩০০ জন দুর্গতদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin