ছাতক প্রতিনিধি:
ছাতকের সুরমা নদীতে ভেসে উঠেছে মোজাহিদ আলী নামে ৩বছর বয়সী নিখোঁজ শিশু লাশ। শনিবার বেলা ১১টায় ছাতক সদর ইউনিয়নে বাউশা এলাকায় শিশুটির লাশ ভেসে উঠলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শিশুটি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আনহার আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী নৌকা সৈয়দাবাদ গ্রামে যাওয়ার পথে সুরমা নদীতে একটি বল্কহেড এর ধাক্কায় ডুবে গিয়ে মোজাহিদ আলী নামে এক শিশু নিখোঁজ ও ১০জন যাত্রী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মালামাল পরিবহনকারী ভল্কহেডটিকে আটক করেন।
থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।