মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন


ছাতকে ৩ দিন ব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্পিং ও দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন

ছাতকে ৩ দিন ব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্পিং ও দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৩ দিন ব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্পিং ও আবাসিক দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও স্কাউটের বিদ্যালয় ইউনিট লিডার মোহাম্মদ দেলোয়ার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল হক। বক্তারা বলেন, মানব জীবনে সফলতা অর্জনের জন্য স্কাউট প্রশিক্ষন অত্যান্ত প্রয়োজন। যে-কোন বিষয়ে নিজেকে একজন দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হলে স্কাউটের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ##


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin