তাহিরপুর প্রতিনিধি:
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে খুলনা বিভাগের তেরখাদা উপজেলার ১০ টি সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্র করা হয়েছে।
গতকাল সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত তেরখাদা উপজেলার ১০ সেচ্ছাসেবী সংঘঠনের সেচ্ছাসেবীরা নৌকা যোগে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত ২৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল,তেল,লবণ, আলু ও ঔষধস বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েন।
জানাযায়, খুলনা বিভাগের তেরখাদা উপজেলার ১০ টি সেচ্ছাসেবী সংঘঠন- তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি, মানবিক পানতিতা, আটলিয়া আশার আলো, শান্তি সংঘ, কাটেংগা তারুণ্যের আলো, মজিদ মেমোরিয়াল এ্যালামনাই এসোসিয়েশন, নেবুদিয়া ইয়াংস্টার শান্তি সংঘ, শিকদার ফাউন্ডেশন, কাটেংগা আদর্শ যুব সংঘ ও বড়নাল ইলিয়াসাবাদ সমাজকল্যাণ পরিষদের সম্মিলিত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ ওবায়দুল্লাহ্, মোঃ আবুল বশার, পিয়াল মুন্সি, আহমেদ সাজীদ, আল মামুন, ইফতেখার আহমেদ , মোঃ সাদ্দাম, মোঃ আলিমুল ইসলাম, মোঃ সুমন, মোঃ তামিম, মোঃ পিকুল প্রমুখ।