শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন


ছাতক উপজেলার ২৫০ টি বন্যাদুর্গত পরিবারের মাঝে তেরখাদার ১০টি সেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

ছাতক উপজেলার ২৫০ টি বন্যাদুর্গত পরিবারের মাঝে তেরখাদার ১০টি সেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে খুলনা বিভাগের তেরখাদা উপজেলার ১০ টি সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্র করা হয়েছে।

গতকাল সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত তেরখাদা উপজেলার ১০ সেচ্ছাসেবী সংঘঠনের সেচ্ছাসেবীরা নৌকা যোগে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত ২৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল,তেল,লবণ, আলু ও ঔষধস বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েন।

জানাযায়, খুলনা বিভাগের তেরখাদা উপজেলার ১০ টি সেচ্ছাসেবী সংঘঠন- তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি, মানবিক পানতিতা, আটলিয়া আশার আলো, শান্তি সংঘ, কাটেংগা তারুণ্যের আলো, মজিদ মেমোরিয়াল এ্যালামনাই এসোসিয়েশন, নেবুদিয়া ইয়াংস্টার শান্তি সংঘ, শিকদার ফাউন্ডেশন, কাটেংগা আদর্শ যুব সংঘ ও বড়নাল ইলিয়াসাবাদ সমাজকল্যাণ পরিষদের সম্মিলিত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ ওবায়দুল্লাহ্, মোঃ আবুল বশার, পিয়াল মুন্সি, আহমেদ সাজীদ, আল মামুন, ইফতেখার আহমেদ , মোঃ সাদ্দাম, মোঃ আলিমুল ইসলাম, মোঃ সুমন, মোঃ তামিম, মোঃ পিকুল প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin