ছাতক প্রতিনিধি:
ছাতক পৌরসভা এলাকায় মাদক, ইভটিজিংসহ চুরি-ডাকাতি প্রতিরোধ ও করোনা ভাইরাস প্রতিরোধে এক উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের ছাতক সিমেন্ট কোম্পানীর ৪নং বাজার এলাকায় বিট পুলিশিং কার্যক্রম উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে সংশ্লিষ্ট ৩টি ওয়ার্ডের বিট কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.দেলোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর সুদিপ কুমার দে, সহকারী উপ-পরিদর্শক মো.মনির হোসেন, মাওলানা মুহিবুর রহমান ওসমান, হাজী আব্দুল গফুর, এখলাছ মিয়া, জামিল আহমদ, মো.ফিরোজ মিয়া, মো.হোসেন, হাসান আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানিয়ে বলেন, যুব-সমাজকে মাদকের নেশা থেকে রক্ষা করতে পরিবারের সকলকে সচেতন হবে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে পুলিশ বাহিনী সব-সময় প্রস্তুত রয়েছে।
বিট অফিসার কর্মকর্তা উপ-পরিদর্শক মো.দেলোয়ার হোসেন বলেন, মাদক নিমূলের পাশাপাশি ইভটিজিং এবং চুরি-ডাকাতি বন্ধে এলাকা সকল শ্রেনীর মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিটি পরিবারের লোকজন সচেতন হলে ও এবং পুলিশকে অপরাধীদের ব্যাপারে সহযোগিতা করলে এলাকা থেকে মাদককে সমাজ থেকে চিরতরে নিমূল করা সম্ভব হবে।