জকিগঞ্জ প্রতিনিধি:
পুলিশ সাধারণ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম শুধু পুলিশেরই আছে। পুলিশ এখন মানুষের আস্তার প্রতীক এবং ভালোবাসার জায়গা এমনটাই প্রমাণ করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৭ আগস্ট) জকিগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ে ২৮টি করোনা টিকাদান কেন্দ্রে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে জকিগঞ্জ থানা পুলিশ এরকম এক নজির সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর নেতৃত্বে একদল পুলিশ প্রতিটি গণটিকাদান কেন্দ্রের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে দায়িত্ব পালন করেন। এ সময় পুলিশ বয়স্ক ও প্রতিবন্ধী লোকদেরকে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে নিয়ে এসে টিকা গ্রহণের ব্যবস্থা করে দেন ও মাস্ক বিহীন লোকদের মাস্ক পরিয়ে দেয়। পুলিশের এমন মানবিক আচরণ দেখে স্থানীয় লোকজন অভিভূত হয়েছেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, সিলেটের পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশনায় আমরা প্রতিটি ঠিকাদান কেন্দ্রের সার্বিক আইন শৃংখলা রক্ষার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী লোকদের কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান করি। এ সময় মাস্ক ছাড়া লোকদেরকে মাস্ক পরিয়ে দেই। আমরা আমাদের অবস্থান থেকে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। ভালো না মন্দ করেছি তার মূল্যায়ন করবেন জনগণ। আমি আশা করি, পুলিশ ভালো কাজ করলে মানুষ এর মূল্যায়ন করবে।
জানা যায়, জকিগঞ্জে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৮ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। গণ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ২৮ টি কেন্দ্রে ২৮ জন তদারককারী, ৫৬ জন টিকাদান কর্মী ও ৮৪ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।