শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটের জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় একটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার ছবড়িয়া গ্রামস্থ গফুরভেরাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন উপজেলার ছবড়িয়া গ্রামের আব্দুল গফুর, আব্দুল গফুরের পুত্র দিদারুলইসলাম, আব্দুল গফুরের স্ত্রী আঙ্গুরুন নেছা ও গ্রমের আব্দুল মন্নানের পুত্র জাবের আহমদ। আহতদের মধ্যে আব্দুল গফুর ওদিদারুল ইসলামকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আব্দুল গফুরের পুত্র জসিম উদ্দিন বাদী হয়ে ইউপি সদস্য আব্দুল মুকিতকে প্রধান আসামি করে শুক্রবার ৫ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা {নং-০১(৪)২২} করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (৩১ মার্চ) জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের মাসুক উদ্দিনের পুত্র আব্দুল মুকিতের নেতৃত্বে একদল সন্ত্রাসী একই গ্রমের আব্দুল মন্নানেরপুত্র জাবের আহমদকে অপহরন করতে উদ্যত হয়। নিজেকে রক্ষায় জাবের দৌড়ে গ্রামের আব্দুল গফুরের ভেরাইটিজ স্টোরদোকানে গিয়ে আশ্রয় নেয়। এসময় আব্দুল মুকিত ও তার সহযোগী সন্ত্রাসীরা দোকানে গিয়ে জাবেরকে মারপিট করে তুলে নিয়ে যেতে চাইলে আব্দুল গফুর তাতে বাঁধা দেন। এসময় ক্ষিপ্ত হয়ে আব্দুল মুকিত ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে আব্দুলগফুরের মাথায় গুরুতর ও গভীরতর রক্তাক্ত কাটা জখম করে।
এসময় আব্দুল গফুর মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা কাঠের রোলও রড দিয়ে বেদম পিটিয়ে তাকে গুরুতর জখম করে। আব্দুল গফুরকে উদ্ধার করতে তার ছেলে দিদারুল ইসলাম ও স্ত্রী আঙ্গুরুননেছা এগিয়ে আসলে আব্দুল মুকিত ও তার সহযোগিরা তাদেরকেও গুরুতর রক্তাক্ত জখম করে এবং দোকানের ক্যাশ থেকে দেড়লাখ টাকা লুটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল গফুর ও তার ছেলে দিদারুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করা হয়। বর্তমানআব্দুল গফুরু ওসমানী হাসপাতালের ৩য় তলাস্থ ১১ নং ওয়ার্ডে এবং দিদারুল ইসলাম একই হাসপাতালের কাজুয়ালিটি ২৯ নংওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মামলার এজাহারভুক্তরা হচ্ছে- সিলেটের জকিগঞ্জ থানার ছবড়িয়া গ্রমের মাসুক উদ্দিনের পুত্র আব্দুল মুকিত,একই গ্রামের মৃত মছদ্দরআলী মখনের পুত্র শামীম আহমদ, মাসুক উদ্দিনের পুত্র আব্দুল মুতলিব মৃতুল, মৃত মনই মিয়ার পুত্র হারুণ আহমদ ও মারুফআহমদ। পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী শমীম আহমদ ও হারুণ আহমদকে গ্রেফতার করলেও ঘটনার মূল হোতা ইউপিসদস্য আব্দুল মুকিত এখনো ধরাছোয়ার বাইরে রয়েছেন
এ বেপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সাথে যোগাযোগ করলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন-শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ আসামী শামীম ও হারুণকে গ্রেফতার করেছে। প্রধান আসামী আব্দুল মুকিতসহ অন্যরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।