বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন


জকিগঞ্জে ভীমরুল কেড়ে নিলো শিশুর প্রাণ

জকিগঞ্জে ভীমরুল কেড়ে নিলো শিশুর প্রাণ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটের জকিগঞ্জে ভীমরুলের কামড়ে চার বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাহিদ আহমদ। সে উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের পলাশপুর গ্রামের শাবলু আহমদের ছেলে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নাহিদের পিতা শাবলু আহমদ জানান, বাড়ীর ঘরের পাশে বড় একটি গাছে ভীমরুল বাসা বাঁধে কয়েকদিন আগে। সেটি দেখে আজ ভীমরুলের বাসা লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছুড়েন।পরে ব্যক্তিগত কাজে বাহিরে চলে যান তিনি। ঢিল ছুড়ার সাথে সাথে ভীমরুলরা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। তার ছেলে নাহিদ তখন ঘরে ছিল। কিছু সময় পর ছেলে নাহিদ ঘর থেকে বের হলে ভীমরুলরা তাকে ঘিরে ফেলে ও তার হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করে। তার (ছেলে নাহিদ) চিৎকার শুনে নাহিদের মা ও বাড়ীর লোকজন এগিয়ে এসে নাহিদকে ভীমরুলের কবল থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাসেম খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin