রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন


জকিগঞ্জে সড়কে প্রাণ গেল কানাইঘাটের যুবকের

জকিগঞ্জে সড়কে প্রাণ গেল কানাইঘাটের যুবকের


শেয়ার বোতাম এখানে

জকিগঞ্জ প্রতিনিধি

 সিলেটের জকিগঞ্জে মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারিয়েছেন ওয়েছ আহমদ (২৯) নামের এক যুবক। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওয়েছ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার সংলগ্ন ছোটফৌদ গ্রামের মৃত মাহমুদ আলীর জ্যেষ্ঠ পুত্র ও ইস্পাহানী মির্জাপুর টি লিমিটেড-কানাইঘাট ডিপো ইন চার্জ। প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওয়েছ। সিলেট- জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের এ প্রতিবেদককে জানান, নিহত ব্যক্তির পরিবার মামলা না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার জন্যে এডিএমের কাছে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে, আজ (বুধবার) বাদ আসর মরহুম ওয়েছ আহমদের জানাজার নামাজ স্থানীয় মমতাজগঞ্জ বাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin