জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামের জনৈক আতিকুর রহমান এর বসত বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করে পুলিশ।
আটক মো. ইউসুফ মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মোহাম্মদপুর গ্রামের আব্দুস সোবহান এর ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর কোতয়ালী থানাধীন সরারপাড় (রুবেল মিয়ার কলোনী)’র ভাড়াটিয়া।
অপরদিকে একই রাতে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দী গ্রামের তেরা মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী কুতুব আলী (৪০) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বসত বাড়ির সামনের উঠান থেকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন, আমার মনে হয় করোনার এই মহামারীর ফাঁকে মাদক ব্যবসায়ীরা আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকে রুখবোই এটা আমাদের চ্যালেঞ্জ।