জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আনসার সদস্যদের মধ্যে শুকনা খাবার বিতরন করছেন জগন্নাথপুর আনসার ভিডিভি অফিস।
শুকনা খাবারের মধ্যে ছিল ৩কেজি চিড়া, ১/২ কেজি লবন, ১/২ গুড়, ১কেজি মুড়ি, ৫টা মোমবাতি, ৫টি অর স্যালাইন, ২পাতা পানি পরিশোধন টেবলেট।
জগন্নাথপুর উপজেলার ১৮২ জন আনসার সদস্য দের মধ্যে এসব খাদ্য বিতরন করেন জগন্নাথপুর আনসার ভিডিভি অফিসার জিল্লুর রহমান জিল্লু।