বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন


জগন্নাথপুরে আমন জমিতে মাছ ধরতে শিশুদের প্রতিযোগিতা

জগন্নাথপুরে আমন জমিতে মাছ ধরতে শিশুদের প্রতিযোগিতা


শেয়ার বোতাম এখানে

মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি কমে যাওয়ায় আমন চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এক দিকে-বীজতলা তৈরি ও বীজতলায় ধানের বীজ ফেলা চলছে। এর মধ্যে বিভিন্ন বীজ তলায় গজিয়ে উঠছে ধানের চারা। অন্য দিকে-ধানের চারা রোপনের জন্য আমন জমি তৈরি করা হচ্ছে। জমিতে থাকা কচুরিপানা অন্যত্র সরিয়ে চলছে হালচাষ।

চালচাষ কালে জমিতে থাকা অল্প পানিতে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের ছোট মাছ ছুটাছুটি করছে। এসব মাছ ধরতে স্থানীয় কোমলমতি শিশু ও কিশোরদের মধ্যে রীতিমতো চলছে প্রতিযোগিতা। এর মধ্যে অনেক স্থানে জমিতে মাছ দেখে সৌখিন পথচারী শিশু-কিশোররা মাছ ধরতে নেমে পড়ছেন জমিতে।

এ সময় তাদের সাথে মাছ রাখার পাত্র না থাকায় পড়নের লুঙ্গিতে নিয়ে যেতে দেখা যায়। উপজেলার বিভিন্ন অঞ্চলে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী এমন চিত্র দেখে কিছু সময়ের জন্য হলেও অনেকে ফিরে যাচ্ছেন নিজেদের ফেলে আসা সেই স্মৃতিগাঁথা শৈশবে। তাই পথচারী উসুক জনতাদের মধ্যে অনেকে শুকনোতে দাঁড়িয়ে শিশুদের মাছ ধরার বিভিন্ন কলা-কৌশল শিখিয়ে দিচ্ছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্য আজও লালন করে আসছে মাতৃভূমি বাংলাদেশের গ্রামীন ও হারাঞ্চল জনপদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin