জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈশাখ মাসের শুরুতেই কাল বৈশাখি ঝড় প্রথম আঘাত করেছে। ১৫ এপ্রিল বুধবার বেলা ১ টার দিকে কাল বৈশাখি ঘুর্ণিঝড় জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে প্রচন্ড গতিতে বয়ে যায়।
ঘুর্ণিঝড়ের ঝড়ো হাওয়া প্রচন্ড গতিতে বইলেও বৃষ্টি ছিল কম। প্রায় ঘন্টা ব্যাপী ঘুর্ণিঝড়ের আঘাতে বেশ কিছু কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ি। ভেঙে গেছে অনেক গাছপালা ও গাছের ডাল।
তবে আকাশে ঘুর্ণিঝড়ের ভয়াবহ গর্জনি দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তুলনামূলক তেমন ক্ষতি হয়নি বলে ক্ষতিগ্রস্ত সহ অনেকে জানান।