মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন


জগন্নাথপুরে ট্রলি চাপায় যুবক নিহত

জগন্নাথপুরে ট্রলি চাপায় যুবক নিহত


শেয়ার বোতাম এখানে

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী হায়দরপুর গ্রামে মাটি টানা ট্রলির চাপায় ইমন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে ছাতক উপজেলার হায়দরপুর (সিমতপুর) গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ওই গ্রামের মিরাশ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীরা সূত্রে জানা যায়, সকালে মাটি কাটার কাজ করছিলেন ইমন মিয়া। এসময় মাটি টানার কাজে নিয়োজিত ট্রলি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ইমন মিয়াকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin