স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন( এনবিএ) র উদ্যোগে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২২ জুলাই শুক্রবার চিলাউড়াবাজার উচ্চবিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টায় ক্যাম্প উদ্বোধন করবেন দেশের খ্যাতনামা লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের চেয়ারম্যান মামুন আল মাহতাব স্বপ্নিল।
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্স ইন্সটিটিউটের ভাসকুলার সার্জন সাকলায়েন রাসেলের নেতৃত্বে প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স দিনব্যাপী চিকিৎসা সেবা দিবেন।
এ বিষয়ে এনবিএ প্রেসিডেন্ট মুমতাহীনা রীতু বলেন, এনবিএ সারাদেশব্যাপী সামাজিক কাজ করে থাকে। সুনামগঞ্জে এবার ভয়াবহ বন্যার পর শশুরবাড়ি এলাকা জগন্নাথপুরে এ সেবা কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতে সুনামগঞ্জের জন্য আমাদের সাধ্যানুযায়ী সেবা অব্যাহত থাকবে।