মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ে বাড়িতে জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর গ্রামে। জানাগেছে, ৩ মার্চ শুক্রবার সরকারি নির্দেশনা অমান্য করে গণজমায়েতের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান হয়।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সৈয়দপুর গ্রামের মৃত সৈয়দ আছদ্দর আলীর ছেলে সৈয়দ ফজলুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো হয়েছে।