মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। ধান কাটার ধুম না পড়লেও আংশিক ধান কাটা চলছে। ৪ এপ্রিল শনিবার উপজেলার নারিকেলতলা হাওরে ধান কাটছেন শ্রমিকরা।
এ সময় ধান কাটা শ্রমিক ও জমির মালিকদের মধ্যে অনেকে বলেন, হাওরে হাওরে ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটের প্রভাব পড়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে জগন্নাথপুরে ধান কাটা শ্রমিকরা আসেন। এবার করোনার কারণে শ্রমিকরা আসতে পারছে না। যে কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে।
যদিও এখনো পুরোদমে ধান কাটা পড়েনি। তবে আগামী সপ্তাহ ১০ দিনের মধ্যে ধান কাটার ধুম পড়ে যাবে। তখন শ্রমিক সংকটে ধান কাটা ব্যাহত হতে পারে। বর্তমানে আংশিক ধান কাটা চলছে। এতে শ্রমিক না পেলেও জমির মালিকরা নিজে ধান কাটছেন।