সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন


জগন্নাথপুরে শুকুর আলী ভূইয়ার উদ্যোগে খাদ্য বিতরণ

জগন্নাথপুরে শুকুর আলী ভূইয়ার উদ্যোগে খাদ্য বিতরণ


শেয়ার বোতাম এখানে

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা ও পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়ার ব্যক্তি উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ এপ্রিল রোববার জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সোয়াবিন, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১ পিস সাবান করে মোট ১৭০ পরিবারে ত্রাণ হিসেবে এসব খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা ছমির উদ্দিন।

এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, শালিসি ব্যক্তি জাফর আলী ভূইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, ত্রাণ বিতরণের উদ্যোক্তা শুকুর আলী ভূইয়া, থানার এএসআই শহিদুল ইসলাম, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin