সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন


জগন্নাথপুরে সংঘর্ষে আহত মাসুমের মৃত্যু, আটক ৪

জগন্নাথপুরে সংঘর্ষে আহত মাসুমের মৃত্যু, আটক ৪


শেয়ার বোতাম এখানে

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামাগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহর ৫নং ওয়ার্ডে গত ( ২১শে এপ্রিল) বৃ্হস্পতিবার বিকালে দু’পক্ষের সংঘর্ষের ঘটে। সংঘর্ষে মাছুম মিয়া গুরুত্বর আহত অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ২ দিন মৃত্যু র সাথে লরে (২৩ শে এপ্রিল) সকাল ৫ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত মাসুম মিয়া পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর মিয়া ও তার বাবা মনোফর আলীর মধ্যে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকালে ছোট শিশুদের বাদানুবাদ কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার এস আই আব্দুল সত্তার জানান, ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মনোফর আলী (৭০), সাহেদা বেগম (২৭), হোসাইন মিয়া (২০) এবং হাসান মিয়া (২০)।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin