শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন


জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ১০

জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ১০


শেয়ার বোতাম এখানে

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের মোতালিব মিয়ার লোকজন অপর পক্ষ তারিফ উল্লার বাড়ির উঠোনে বেতের উচ্ছিষ্ট ফেলা নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত হন- জোছনা (৪৫), সোনারা (৫০), জয়বান (৬০), রাজা মিয়া (২২), জিলু মিয়া (৩০), সাইদুর মিয়া (২৫) ও তারিফ উল্লা (৫৫) সহ ১০ জন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে থানায় যোগাযোগ করলে কোনো সংঘর্ষের খবর পায়নি বলে জানিয়েছে জগন্নাথপুর থানার পুলিশ।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin