সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন


জগন্নাথপুরে ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:

বন্যাব কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার উপজেলার ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেয়া হয়।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান যে সকল বিদ্যালয়, বিদ্যালয় প্রাঙ্গন ও বিদ্যালয়ের সড়ক বণ্যার পানি উঠেছে সে সকল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্হিতি বিবেচনায় তা বাড়তে পারে। তবে বন্যামুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান চলবে বলে তিনি জানান।

উল্লেখ্য এ উপজেলায় ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin