জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, গানটি এবারের ঈদের দর্শকদের জন্য ভিন্ন আঙ্গীকে চিত্রায়ন করেছে ইউটিউব চ্যানেল GSR TV।
মোঃ গোলাম সরওয়ারের পরিচালনায় গানটির বিভিন্ন দৃশ্যে দশর্করা দেখতে পারবেন চিত্র নায়ক বাপ্পী, পরিচালক কাসেম আলী দুলাল, শামীম আহমদ বাদশা , কামরুল চৌধুরী, কামাল আহমেদ দূর্জয়, মাসুম পারভেজ তারেক , এন এস নিউজ টিভির চেয়ারম্যান এম এ ওমর । কন্ঠ শিল্পী – হেলাল খান, আলী ইনসান, মোঃ গোলাম সরওয়ার, এস লিটন, রকি, আং কাদির, রিপন খান, সাবু আহমদ, মারুফ আহমদ দুলাল, রুমিও, ফয়ছল, সানজিদা, ময়না, প্রমুখ। বাউল হেলাল খানের সংগীতে এছাড়াও সিলেট মিডিয়া ক্লাব এর সকল সদস্য বৃন্দের উপস্থিতি ও সাবির্ক সহযোগিতায় গানটি আরও প্রাণবন্ত হয়েছে বলে মনে করেন GSR TV এর কর্ণদার মোঃ গোলাম সরওয়ার । তিনি আশা করেন গানটি সবার ভালো লাগবে। বিজ্ঞপ্তি