বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন


জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত বড়লেখার এনাম উদ্দিন

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত বড়লেখার এনাম উদ্দিন


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিন বলেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ সম্মানিত বিচারকমন্ডলীর সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য সচিব পরিচালক -সিলেট অঞ্চল ও অন্যান্য সদস্যসহ মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহোদয়, জেলা শিক্ষা অফিসার মহোদয় ও বড়লেখা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়,বড়লেখা উপজেলার মাধ্যমিক শিক্ষার সুযোগ্য অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে আমার ও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদসহ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

একই সাথে অভিনন্দন জানাচ্ছি উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব শাখাওয়াত হোসাইন কে যার অনুপ্রেরণায় আজকের এই আনন্দঘন মুহূর্ত।

এ প্রাপ্তির জন্য আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সহকর্মীদের সহযোগিতা ও ছাত্র-ছাত্রীদের ভালবাসার জন্য থাকল অকৃত্রিম শুভেচ্ছা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,দাতা, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছেন এবং আমাকে অনুপ্রেরণা যোগিয়েছেন সবাইকে অভিনন্দন। জাতীয় পর্যায়ে যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি তার জন্য সবার দোয়া কামনা করি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin