স্টাফ রিপোর্ট:
সারাদেশের সাথে সিলেটেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে।
দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন সিলেট জেলা তাঁতী লীগ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সুজন দেবনাথ,যুগ্ন আহবায়ক মাসুম আহমদ,সদস্য-আলাজুর রহমান,বিলাল আহমদ রাজু,তাহের আহমদ,দুলাল আহমদ প্রমুখ।