শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন


জাতীয় শোক দিবস : সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবস : সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

পরে সকাল ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও সরকারি বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর‌্যালি বের করা হয়। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে, শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের তরফ থেকে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে জানিয়েছেন নেতারা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin