শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন


জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিলেট মহানগর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। এ নিয়ে চাঞ্চল্যকর মামলাটিতে মোট দুজন সাক্ষী সাক্ষ্য দিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার।

সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত ।

এর আগে সকালে কড়া নিরাপত্তায় ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট আসামি করা রয়েছে ছয়জনকে।

আইনজীবীরা জানান, মামলাটিতে সাক্ষ্য দেবেন মোট ৫৬ জন।

এর আগে ২১ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

ম/স


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin