গোয়াইনঘাট প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের (জিআর) চাল বিতরণ করা হয়েছে।
যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় ওয়ার্ড ভিত্তিক তাদের তালিকা তৈরি করে আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৯টি ওয়ার্ডের আড়াইশ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে মোট ২ দশমিক ৫৫০ মেট্রিক টন চাল খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অত্র ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার মো. ইকবাল মিয়া, ইউপি সচিব কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনহাজুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদির, মো. শাহআলম, আবুল হাসনাত ও সয়েন বুনার্জি প্রমুখ।