সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন


জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার


শেয়ার বোতাম এখানে

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় ৮০ এম এম একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এলাকার লোকজন ছৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কূপ খনন করতে গিয়ে মাটির নিচে মর্টার শেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মর্টার শেলটি গোয়াইনঘাট থানা পুলিশের পাহাড়ায় রয়েছে। পুলিশের ধারণা মর্টার শেলটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধার করা মর্টার শেলটি বর্তমানে থানা পুলিশের পাহাড়ায় রয়েছে।উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। তবু্ও যে কোন ধরনের ঝুঁকি এড়াতে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin