জাফলংয়ে মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় বিষয়ক আলোচনা সভা
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের জাফলংয়ে মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সংগঠনের কার্যালয় মাঠে স্থানীয় প্রবীণ মুরুব্বী হাফিজ মিয়ার সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সসুমন, ইউপি সদস্য আব্দুল কাদির, সংগঠনের সভাপতি জুবের মিয়া, প্রবীণ মুরুব্বী আক্কাছ মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, বন্দন সমাজ কল্যাণ যুব সংঘের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রিপন আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের এ এসআই রাজীব রায়, সংগঠনের সহ সভাপতি জালাল মিয়া, বল্লাপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল মজিদ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাধারণ সম্পাদক সুলতান মিয়া, ফয়সল খান, গফুর অাল মামুন, লায়েছ অাহমদ, আকবর আলী, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান প্রমুখ।