শুভ প্রতিদিন ডেস্ক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তৃণমূল কবি-লেখকদের প্রিয় সংগঠন জামালগঞ্জ সাহিত্য সংসদ জাসাসের নুরুল হক আর্মি কে সভাপতি ও আব্দুস সামাদ আফিন্দী কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে নিয়ে শুক্রবার বিকালে সাচনা বাজার মৌমিতা টেলিকমে কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় সিনিয়র-সভাপতি সেনুয়ারা আক্তার চিনু, সহ-সভাপতি সালাউদ্দিন এলাহী, সহ-সভাপতি মহসিন কবির, সহ-সাধারণ সম্পাদক মোঃ তানহীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক মো. আফজাল হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ নবী, অর্থ সম্পাদক আতিকুর রহমান তন্ময়, সহ অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালহা বিন মনির, দপ্তর সম্পাদক খোকন মিয়া,শিক্ষা বিষয়ক সম্পাদক -সুফি মোহাম্মদ ইব্রাহিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আঁবতাহিনুর খান উদয়,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,সহ সাংস্কৃতি বিষয়ক-রাকিবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট জাকিয়া জালাল, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক-খায়রুল তালুকদার, সহ- সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক -মোঃ নজির হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক -আলী হায়দার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক -প্রীতেশ পাল,ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ,সহ ক্রীড়া সম্পাদক – লিটন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক- সখিনা আক্তার সাথী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক -সাদিয়া জান্নাত রেশমা
সদস্য, আশরাফুল রাব্বি,আব্দুর রাহিম,মেহেদী, শাহাজান রেজা প্রমুখ।
উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, সিনিয়র উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার ।
এসময় সংগঠনের সভাপতি নুরুল আর্মি বলেন জামালগঞ্জে জাসাসের মত একটি সংগঠন করতে পেরে আমরা গর্বিত। সু সাহিত্যের শেকড় সন্ধানে এ স্লোগানকে নিয়ে কাজ করবে জাসাস। জামালগঞ্জের উদীয়মান লেখক ও প্রতিটি স্কুল কলেজ সহ প্রত্যন্তঅঞ্চলের লেখকদের নিয়েই গঠিত হয়েছে জাসাস। পাশাপাশি লেখক ও গুনিজনদের সম্মানা প্রদান করা হবে জাসাসের মাধ্যমে।
এসময় সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী বলেন আমরা চাই জাসাসের মাধ্যমে জামালগঞ্জের নতুন লেখকদের খুজে বের করা এবং জামালগঞ্জে সাহিত্যর বিকাশ ঘটানো।
প্রত্যন্ত অঞ্চলে অনেক লেখক লেখিকা রয়েছেন যারা লিখছেন কিন্তু সুযোগ সুবিধা না পাওয়ায় লেখার জগত থেকে হারিয়ে যাচ্ছেন দিন দিন নতুন লেখকদের লেখা গুলো সবার সামনে তুলে ধরতে পাশাপাশি জামালগঞ্জে সাহিত্যের উন্নয়ন ঘটাতে কাজ করবে জাসাস। জাসাস জামালগঞ্জে আলোড়ন সৃষ্টি করবে এবং নতুন লেখকদের একদাপ এগিয়ে নিতে সবার শীর্ষে থাকবে এ আমাদের বিশ্বাস।