মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫)।
পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে এই দুইবোন বাড়ির পাশের হাওরে একটি ছোট জাল নিয়ে মাছ ধরতে যায়। পরে স্থানীয় লোকজন হাওরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। এরপর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের অগোচরে এই শিশু জাল নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।