স্টাফ রিপোর্ট
স্থগিত হওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি রিটানিং অফিসার ও জেলা নির্বাচনী অফিসে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, স্থগিতকৃত সুনামগঞ্জের জামাগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় থেকে আগামী ১৮ জুন ভোট গ্রহণের জন্য সিদ্বান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে কমিশনের চিঠিতে জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচনী কর্মকর্তাকে এব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। এর আগে ৮ মার্চ নির্বাচনের মাত্র দুই দিন আগে এই উপজেলায় নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছিল জানিয়ে ছিল নির্বাচন কমিশন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের চিঠি আমরা পেয়েছি। ১৮ জুন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।