সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন


জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ১০ হাজার টাকা বন্ডে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ জামিনের আদেশ দেন। এর আগে রোববার বিকেল ৩টার দিকে তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জামিনের আদেশ দেন।

গতকাল শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৪)। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থী’ অংশের মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin