শুভ প্রতিদিন ডেস্ক:
জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া সিলেটের ছাত্রদেরকে বহুমুখী যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী “ইংলিশ লার্নিং ওয়ার্কশপ” -এর আয়োজন করা হয়। ছাত্রদের থেকে কোন ধরনের কোর্স ফি নেয়া ছাড়া সকাল সন্ধ্যা চলতে থাকে এই কোর্স। দক্ষ প্রশিক্ষক হাফিজ মাওলানা রেজাউর রহমান রেজা (Reza Bin Sadik) এর নান্দনিক উপস্থাপনায় খুবই প্রাণবন্ত হয়ে উঠে কোর্সটি।
পঞ্চম শ্রেণী থেকে নিয়ে দাওরায়ে হাদিস ও ইফতা বিভাগ পর্যন্ত সকল ক্লাসের ছাত্ররা কোর্সে অংশগ্রহণ করে। আনন্দের বিষয় হলো, ইংলিশ ভাষায় সম্পূর্ণ পিছিয়ে থাকা ছাত্রগুলো মাত্র এক সপ্তাহের মেহনতে কোর্স শেষে দাঁড়িয়ে কয়েক মিনিট ইংলিশে কথা বলতে পেরেছে আলহামদুলিল্লাহ।
বৈশ্বিক দাঈ ইলাল্লাহ তৈরির লক্ষ্যে যুগপোযোগী এমন উদ্যোগ গ্রহণ করায় জামেয়ার স্বনামধন্য মুহতামিম, শায়েখ মাওলানা হাফিজ মুহসিন আহমদ সাহেবসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য মুবারকবাদ।
আর্থিক সংকটসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কওমী মাদ্রাসার ছাত্ররা চাইলেও ইংলিশ শিখতে পারছেনা। এমতাবস্থায় প্রত্যেক মাদ্রাসা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এরকম কোর্সের আয়োজন করলে ছাত্রদের জন্য বেশ উপকারী হতো।