শুভ প্রতিদিন ডেস্ক:
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে জেলেদের মাছ ধরার জাল চুরি করে পালানোর সময় ১২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন, রাজু মাঝি, ফাহিম, আরিফ, সেলিম, রফিক, নূর, আবদুল্লাহ, জুবায়ের, আব্দুর রহমান, শরীফ, আজিজ ও আলম। তারা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
এ ঘটনায় কলাপাড়ার খাজুরা গ্রামের জেলে আল আমিন হাওলাদার বাদি হয়ে মামলা করলে বৃহস্পতিবার গ্রেপ্তার ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, গত ২৩ মার্চ (বুধবার) কুয়াকাটা থেকে প্রায় ১১০ কি.মি. পূর্ব-দক্ষিণ সাগরে জেলেদের মাছ ধরার জাল কেটে নিজেদের ট্রলারে উঠিয়ে পালিয়ে যাচ্ছিলেন ওই রোহিঙ্গারা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতরা কুতুপালং ক্যাম্পের বাসিন্দা হলেও তারা জেলে সেজে সাগরে জাল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত। বুধবার জাল চুরি করে পালানোর সময় তাদের আটক করে রোহিঙ্গা জেলেদের থানায় সোপর্দ করে জেলেরা। এসময় জব্দ করা হয় রোহিঙ্গাদের ব্যবহৃত এফ বি আনিকা নামের মাছ ধরা ট্রলারটি।