বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন


জীবন যুদ্ধের যোদ্ধা

জীবন যুদ্ধের যোদ্ধা


শেয়ার বোতাম এখানে

আমি আমার কথা বলি
এ কে আজাদ
আমি একা পথে চলি
আমি আমার মতো চলি,
আমি আমার কথা বলি
জীবন যুদ্ধে আমি একা চলি।

সময়ের স্রোতে আমি চলি
প্রখর রোদ্র আর অন্ধকারের কথা বলি,
বৃষ্টি ভেজা আর থর থরে ঘামের কথা বলি
আমি আমার কথা বলি।

আমি লোহার শিকল
আর ইটল বাটার কথা বলি,
আমি কন কন শীতে দীঘল পথে চলি
জীবন যুদ্ধে আমি একা চলি।

আমি কুলি মুজুরের কথা বলি
আমি অসহায় আরিজুনের কথা বলি,
হুঁচট খাওয়া মানুষের কথা বলি
যার দিন রাত সমান আমি তার কথা বলি।

আমি সবার কথা বলি
আমি আমার কথা বলি,
আমি আমার মতো চলি
আমি একা পথে চলি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin