মনিরুল ইসলাম, জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ পরিবার কে ৪০০ টি ভেড়া প্রদান করা হয়েছে। এসব ভেড়া বিতরণের দেড় মাসের মাথায় ৩৭ ভেড়ার মৃত্যু হয়েছে। এতে এ প্রকল্পের আওতায় ২০০ ভেড়া পাওয়া পরিবার রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে। এর ফলে এ প্রকল্পটি পড়েছে হুমকির মুখে।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ পরিবার কে ৪০০ টি ভেড়া প্রদান করা হয়। এসব ভেড়া টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রদান করেন ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজ।
এ প্রকল্পের আওতায় ভেড়ার পালনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে ২ টি ডেউটিন, ৪ টি পিলার ও ৫টি ফ্লোর ম্যাট প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি পরিবার যাতে ভেড়ার খাদ্য নিশ্চিত করতে পারে সে লক্ষ্যে ২৭ কেজি করে খাদ্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ভেড়া প্রাপ্তির প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখনও কোন পরিবার খাদ্য সহায়তা পায়নি। একদিকে খাদ্য সংকট অন্যদিকে রোগে আক্রান্ত হয়ে ভেড়ার মৃত্যু হওয়ায় সুবিধাভোগীরা আছেন বেশ বেকায়দায়। এর ফলে এ প্রকল্পটির সফলতা পড়েছে হুমকির মুখে। সূত্র আরও জানায়, যেকোন প্রাণিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হলে কমপক্ষে ১৫ দিন কোয়ারেন্টে রাখা প্রয়োজন হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানে নি। মূলত এ সমস্যার কারণে প্রাণি গুলোর মৃত্যু হতে পারে বলে সূত্র জানিয়েছে।
উপকারভোগী পূর্বজুড়ী ইউনিয়নের শিকড়ীবস্তী গ্রামের রসিক লাল সাঁওতাল বলেন, ভেড়া প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আমার ভেড়া গুলো মারা যায়। আমার মতো অনেকের ভেড়া মারা গেছে। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে আমাদের সাথে কোন যোগাযোগ করে নি।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজের প্রতিনিধির সাথে ফোনে বার বার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমদ চৌধুরী বলেন, এ প্রকল্পে উল্লেখ আছে বিতরণের ১৫ দিনের মধ্যে কোন প্রাণি মারা গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতি পূরণ দেবে। জুড়ীতে বিতরণকৃত ভেড়া গুলোর মধ্যে ১৫ দিনের ভিতরে ২৪ ভেড়া মারা গেলেও এখন পর্যন্ত মোট ৩৭ টি মারা যায়। এ ব্যাপারে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভেড়া গুলোকে স্থান পরিবর্তন করার পর ১৫ দিন পর্যবেক্ষণে না রাখার ফলে পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট এর (পিপিআর) রোগে এ প্রাণিগুলোর মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। পিপিআর হলো মূলত গবাদিপশু যেমন ছাগল ভেরা এর একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ বলেন, এ বিষয়টা উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঠিকাদারি প্রতিষ্ঠান কে জানানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এ সময় তিনি বলেন, ঠান্ডা জনিত কারণে প্রাণিগুলো মারা যেতে পারে।