শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন


জুড়ীতে পাহাড়ী ময়না পাখি উদ্ধার

জুড়ীতে পাহাড়ী ময়না পাখি উদ্ধার


শেয়ার বোতাম এখানে

মনিরুল ইসলাম, জুড়ী:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন বিভাগের অভিযানে ৩টি পাহাড়ি ময়না পাখি শিকারিদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মে) সকালে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ী এলাকার ইছরাক আলীর ছেলে ফাহিমের (১২) কাছ থেকে পাখি গুলো উদ্ধার করে বন বিভাগের লাঠিটিলা বিট কর্মকর্তা মোঃ সালাহ্ উদ্দিন। এ সময় শিকারি ফাহিম আর কোন দিন পাখি শিকার করবে না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান।

বন বিভাগ সূত্রে জানা যায়, লাঠিটিলা সংরক্ষিত বনের সেগুন বাগানের একটি গাছে বাসা বাঁধে একটি পাহাড়ি ময়না পাখি। এক সপ্তাহ আগে পোষার জন্য বাসায় থাকা তিনটি ছানা নিয়ে যায় স্থানীয় ডোমাবাড়ী এলাকার ইছরাক আলীর ছেলে ফাহিম (১২)। তখন চোঁখ না ফোটা পাখির ছানা গুলোর বয়স ছিল মাত্র পাঁচ দিন। বিষয়টি বন বিভাগের নজরে গেলে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় স্থানীয় বিট কর্মকর্তা সালাহ্ উদ্দিন সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ময়নার ছানা গুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসে। পরে পাখির ছানা গুলোকে প্রাথমিক ভাবে দেখাশুনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশ কর্মি সেচ্ছাসেবী খোর্শেদ আলমের কাছে পরিচর্যার জন্য রাখা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মী খোর্শেদ আলম বলেন, খবর পেয়ে বন বিভাগের সহায়তায় পাখিগুলোকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে দেখাশুনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে পরিচর্যার জন্য পাখিগুলোকে আমার কাছে দেওয়া হয়েছে।

লাঠিটিলা সংরক্ষিত বনের বিট কর্মকর্তা মোঃ সালাহ্ উদ্দিন বলেন, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী স্যারের নির্দেশনায় সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ময়নার ছানা গুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসি। এ সময় শিকারি ফাহিম আর কোন দিন পাখি শিকার করবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। এসময় তিনি আরও বলেন পাখির ছানা গুলোকে প্রাথমিক ভাবে দেখাশুনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশ কর্মি সখোর্শেদ আলমের কাছে পরিচর্যার জন্য রাখা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী তিনটি পাহাড়ি ময়না পাখির ছানা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin