বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন


জেএসসি-জেডিসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত

জেএসসি-জেডিসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা নেয়ার ব্যবস্থা না থাকায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং তার পরে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন করেছেন। উল্লিখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রতিবছরের নভেম্বরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা হতো, কিন্তু করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর এ দুটি পাবলিক পরীক্ষা নেয়া হয়নি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin