গোলাপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল। সোমবার বিকেল ৪ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে পথ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদ হোসেন চৌধুরী সুমনের সভাপতিত্বে ও নাসির আহমেদ আবেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ আতিক হাসান।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা যুবদল নেতা বাবুল আহমদ, আমুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাজন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়ছল আহমদ, জামিল আহমদ, লাল মিয়া।
এসময় বক্তারা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগ্য এই কমিটির মাধ্যমে সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লাকেছ আহমদ, লিমন আহমদ, সোহেল আহমদ জুবের আহমদ,ইকবাল আহমদ, জাভেদ আহমদ, মাহফুজ আহমদ, মনজুর আহমদ, আমান আহমদ, মুজিবুর রহমান সহ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।