এম,এম রুহেল জৈন্তাপুর:
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহ নির্মাণ কাজের আগ্রগতি ও অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক-১, যুগ্ম সচিব ড. মোঃ মনজুরুল ইসলাম।
এসময় তিনি বলেন, পর্যটন খ্যাত জৈন্তাপুর উপজেলার মুজিব বর্ষের ঘর গোলাও একটি পর্যটন সমৃদ্ধ ও মনোমুগ্ধকর। গৃহ নির্মাণের অগ্রগতি ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পুনর্বাসিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ব্যপারে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সিলেট জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়াজ মোরশেদ শিশির,জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, ৩ নং চারিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিম, সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, ইউপি সদস্য আব্দুন নুর, শাহীন আহমদ, রুবেল শরীফ, সেলিম আহমদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।