শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন


জৈন্তাপুরে ইউপি সদস্যর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

জৈন্তাপুরে ইউপি সদস্যর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য বিলাল আহমদের বিরুদ্ধে রাস্তার কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

এব্যাপারে আওয়ামী কৃষকলীগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ গত ১৫ জুলাই জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার বরাবরে ওয়ার্ডবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেন ৬ নং ওয়ার্ডের বিরাইমারা হাওর গড়েরপার গ্রামের সরকারী রাস্তায় ইট সলিং এর স্থানে মাটির কাজ করার নামে পূর্বের ইটগুলো রাস্তা থেকে নিজের বাড়ীতে নিয়ে জান । এঘটনায় লিখিত ভাবে অভিযোগ প্রদান করা হয়েছে।

ইউপি সদস্যের এমন কর্মকান্ডের কারনে রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। তিনি মেম্বার পদে নির্বাচিত হওয়ার পর থেকে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। ভিজিএফ, ভিজিডি ও বিধবা ভাতার কার্ড বিতরণেও রয়েছে বিস্তর অনিয়ম, নিজের পরিবারের সদস্যদের নামে রয়েছে একাধিক কার্ড। সম্প্রতি তিনি রাস্তার ইট তুলে নিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করে শান্তিপ্রিয় মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছেন। এছাড়া মুক্তাপুর বোধাইর ভাঙ্গা হতে গড়েরপার রাস্তার বরাদ্ধকৃত ৬০ হাজার টাকা উত্তোলন করে কোন কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়গুলো স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করলে অভিযুক্ত ইউপি সদস্যেকে অবিলম্বে সমাধান করে দিতে সময় বাদিয়া দেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin