সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন


জৈন্তাপুরে কিশোরের প্রাণ নিল বিদ্যুতের লাইন

জৈন্তাপুরে কিশোরের প্রাণ নিল বিদ্যুতের লাইন


শেয়ার বোতাম এখানে

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ঘরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মোঃ এমদাদুলের ছেলে মাসুক আহমদ (১৮) বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করে। মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান এখলাছুর রহমান।

তিনি প্রতিবেদককে আরও বলেন, মাসুকের এমন মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনাটি আমাদের সবাইকে স্মরণ রাখতে হতে। কারন আমরা বিদ্যুতিক কাজে সঠিক অভিজ্ঞতা নেই কিন্তু বিদ্যুৎ নিয়ে আনুসাঙ্গীক কাজ করে ফেলি। সামান্য টাকা বাঁচাতে গিয়েই দূর্ঘটনাটি ঘটে। এমন দূর্ঘটনা এড়াতে সবাইকে সটিক ব্যক্তির মাধ্যমে কাজ করার অনুরোধ করেন। ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে। এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অনুমতি ক্রমে কিশোরের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin