বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন


জৈন্তাপুরে দেবরের হাতে ভাবি খুন: স্ত্রী সহ ঘাতক আটক

জৈন্তাপুরে দেবরের হাতে ভাবি খুন: স্ত্রী সহ ঘাতক আটক


শেয়ার বোতাম এখানে

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দেবরের দায়ের কুপে সুনারা বেগম (৪৫) নামে এক ৬ সন্তানের জননীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দরবস্ত ইনিয়নের ফরফরা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিষয় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাই আব্দুল করিমের সঙ্গে কথা কাটাকাটি হয় তেরাবালির। সেই সুত্রে এক পর্যায় দা নিয়ে কোপা দেন আবদুল করিম তার সৎ ভাই তেরাবালি কে। এতে তার স্ত্রী এগিয়ে আসেন তার স্বামী কে বাঁচাতে। শুরু হয় ভাবির উপর হামলা। এক পর্যায় ভাবি মাটিতে লুটে পড়েন। এতে ঘটনাস্হলে ভাবি সুনার বেগম নিহত হয়।এবং তার স্বামী তেরাবালিকে গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করেন।

এদিকে এ ঘটনায় ঘাতক দেবর আব্দুল করিম (৩৫) ও তার স্ত্রী শিরিনা (৩০) বেগমকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন হত্যার ঘটনাস্থল পরির্দশন করেছি। নিহত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin